১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

শেষ আটে ইউভেন্তুস

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল টটেনহ্যাম হটস্পার। প্রথম লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর টটেনহ্যাম হটস্পার ঘরের মাঠেও এগিয়ে গিয়েছিল তারা। তবে তিন মিনিটের ব্যবধানে গঞ্জালো হিগুইন ও পাওলো দিবালার দুটি গোল ছিটকে দেয় স্বাগতিকদের।

এদিন ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে যায় টটেনহ্যাম। প্রথম লেগে জুভেন্টাসের মাঠ তুরিনে ২-২ গোলের ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে শেষ আট নিশ্চিত করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ