২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫০

নারী দিবসে পালাবি কোথায়

বিনোদন ডেস্ক:

শাবানা, সুবর্ণা মুস্তাফা ও চম্পা। তারা যথাক্রমে কম্পিউটার অপারেটর, টাইপিস্ট ও ঝাড়ুদার হয়ে কাজ করে একটি পোশাক কারখানায়। সেখানকার সুপারভাইজার হুমায়ূন ফরীদি নানাভাবে নারী শ্রমিকদের উপর নির্যাতন করে।

তেমনই ঘটনার মুখোমুখি হয় এ তিন চরিত্র। তারা নানাভাবে চেষ্টা করে সুপারভাইজারের কবল থেকে বাঁচতে। প্রতিবাদ করতে গিয়ে সম্মুখীন হয় বিপদের। এ কাহিনির সিনেমা ‘পালবি কোথায়’ বড়পর্দায় সফল না হলেও ছোটপর্দার কারণে জনপ্রিয়তা পেয়েছে।

সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কমেডিধর্মী সিনেমাটি প্রচার হবে চ্যানেল আই-এ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ