আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইয়েমেন যুদ্ধের উদ্দেশ্য সফল হয়েছে এবং যুদ্ধও শেষের দ্বারপ্রান্তে উপনীত। তিনি বলেছেন, হুথি বিদ্রোহীদের পতন এখন সময়ের ব্যাপার। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখোমুখি লড়াইয়ে কেবল অল্প কিছু হুথি বিদ্রোহী এখন বাকি আছে।
মিসরীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরার (আরবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান সাংবাদিকদের সাথে এক বৈঠকে বলেন, ‘সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে তার কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছে। অল্প কিছু হুথি ছাড়া আমাদের বিরুদ্ধে ইয়েমেনে আর কোনো বিদ্রোহী নেই।’ তিনি আরও বলেন, ‘তবে সেখানে তিনটি দুষ্টচক্র- তুর্কি, ইরান ও সন্ত্রাসী গোষ্ঠীরা রয়েছে। তিনি তার বক্তব্যকে ব্যখ্যা করে বলেন, তুর্কি খেলাফত চায় এবং ওই অঞ্চলের ওপর তার ব্যবস্থাকে চাপিয়ে দেয়। আবার ইরান সেখানে তার বিপ্লব প্রতিষ্ঠা করতে চায়। আর সন্ত্রাসী গোষ্ঠী- যারা সকল আরব রাষ্ট্রগুলো দ্বারা বেষ্টিত।’
বিন সালমান বলেন, সৌদি আরব নিজেকে কাতারের সাথে লাগিয়ে রাখবে না। সৌদি রয়েল কোর্টে মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা সউদ আল-কাহতানির বক্তব্য অনুযায়ী এ কথা বলে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের কাতার বয়কটের দিকে ইঙ্গিত করেন যে, সম্ভাবনা আছে কাতারের সাথে কিছু চুক্তি করা হবে যেমনটা যুক্তরাষ্ট্র কিউবার সাথে করেছে।
যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ বিন সালমান গত রোববার এই প্রথমবার তিন দিনের বিদেশ সফরে যান। তার এই প্রথম সফর তিনি মিসর থেকে শুরু করেন।
দৈনিকদেশজনতা/ আই সি