স্পোর্টস ডেস্ক:
সন্তান জন্মের পর আবারও প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে খেলতে নামছেন সেরেনা উইলিয়ামস। চলতি সপ্তাহেই ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান ওয়েলসে খেলতে নামবেন মার্কিন এ কৃষ্ণকলি। বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে নিজেই এ কথা জানিয়েছেন সেরেনা।
নিজের প্রথম কন্যা সন্তান জন্মের পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলার কথা জানিয়েছেন সেরেনা। অবশ্য এর আগে ছোটখাটো প্রীতি ম্যাচে কোর্টে নেমেছেন তিনি। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফেরা নিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে মার্কিন এ টেনিস ললনা বলেন, ‘এটা কঠিন হতে পারে। অনেকগুলো দিন পেরিয়ে গেছে। কতটুকু দিতে পারি সেটা দেখার অপেক্ষা। এটা সত্যিই কঠিন। আমাকে আরও পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমি জানি আমি আগের সেরা ফর্মে নেই। তবে প্রতিটি দিনই আমার কাছে নতুন এবং আমি পরিবর্তন আনার চেষ্টা করছি।’
সবশেষ ২০১৭ সালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন সেরেনা উইলিয়ামস। আর একটি শিরোপা হলে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেটকে ছুঁয়ে ফেলবেন সেরেনা। সন্তানের মা হিসেবে বিশ্বযুদ্ধের পর ১৯৮০ সালে মহিলা এককে উইম্বলডন জেতেন অস্ট্রেলিয়ার এভনি কাউলি। এবার মা হিসেবে শিরোপা জিতে এভনি কাউলির পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে সেরেনার।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

