১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

তামিমবিহীন পেশোয়ারের হার

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঙ্গলবারের খেলায় তামিমবিহীন পেশোয়ার জালমিকে ১৯ রানে হারিয়েছে মুলতান সুলতান্স। শারজাহয় প্রথমে ব্যাট করে শোহেইব মাকসুদের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর দিয়ে ১৮৩ রান করে মুলতান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে পেশোয়ার। ম্যাচ সেরা হয়েছেন মাকসুদ।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমেই ওপেনিং জুটিতে ৫১ রান তুলে ফেলে মুলতান। ব্যক্তিগত ২৮ রানে কুমার সাঙ্গাকারা আউট হলে অন্য ওপেনার আহমেদ শেহজাদের (৩৭) সাথে জুটি বাঁধেন মাকসুদ। দুইজনের জুটিতে আসে ৫৬ রান। শেহজাদ আউট হলে অধিনায়ক শোহেব মালিকের (১৩) সাথে ৩৩ ও কাইরন পোলার্ডের (১৬) সাথে অপরাজিত ৪৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন মাকসুদ। তার অপরাজিত ৮৫ রানের ইনিংসটিতে ছিল ৭টি ছয় ও ৪টি চারের মার, বল খেলেছেন মাত্র ৪২টি। পেশোয়ারের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন উমাইদ আসিফ ও লেইম দাসন।

জবাবে ব্যাট করতে নেমে ৫৩ রানেই ৩ উইকেট হারায় পেশোয়ার। তবে অধিনায়ক মোহাম্মদ হাফিজ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। ৪১ বলে তার ৫৬ রান পেশোয়ারের সর্বোচ্চ ইনিংস। এছাড়া দাসন ৩২, রিকি উইসেলস ২২ ও ডোয়াইন স্মিথ ১৮ রান করেন। মুলতানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সোহেইল তানভির ও পোলার্ড।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১০:৫৫ পূর্বাহ্ণ