বিনোদন ডেস্ক:
হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা ওমর সানী। মঙ্গলবার ওমর সানীর হৃৎপিণ্ডে একটি রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন সানীর ছেলে ফারদিন এহসান। সোমবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ওমর সানী। স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান তাঁর হার্টে তিনটি ব্লক আছে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি প্রফেসর শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।
ওমর সানীর বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাইলে ফারদিন এহসান আরো বলেন, ‘বাবা এখন শঙ্কামুক্ত আছেন। হার্টে আরো দুটি রিং লাগাতে হতে পারে। তবে চিকিৎসক বলেছেন, এটা দুই কিংবা তিন মাস পরে করলেও হবে। টানা কিছুদিন বাবাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাসপাতালে আরো তিন দিন বাবাকে রাখতে হবে। সবার কাছে দোয়া চেয়েছেন বাবা।’
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন ওমর সানী। জনপ্রিয়তা ধরে রেখেছেন আজও। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। শুধু নায়ক নয়, খলনায়ক হিসেবেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সমালোচকরা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো, ‘চাঁদের আলো’, ‘কুলি’, ‘এই নিয়ে সংসার’, ‘আত্ম অহংকার’, ‘মহৎ’, ‘আজম প্রেম’, ‘দোলা’ ও ‘আখেরি হামলা’ ইত্যাদি।
দৈনিকদেশজনতা/ আই সি