দেশজনতা ডেস্ক:
নায়িকা যেই হোন না কেন, ড্রিমগার্ল কিন্তু একজনই এবং সত্তর ছুঁই ছুঁই বয়সেও একটুও ম্লান হয়নি তার সৌন্দর্য। সেই স্বপ্নসুন্দরী এবার নিলেন একটি বিশেষ পদক্ষেপ। প্রতি পাঁচ বছরেই একজন তারকা-নায়িকার জন্ম হবে বলিউডে, কিন্তু ভারতীয় ছবির জগতে ও ভারতীয় দর্শকদের মনে ‘ড্রিমগার্ল’ বা স্বপ্নের সুন্দরী কিন্তু একজনই থাকবেন চিরকাল— এভারগ্রিন হেমা মালিনী।
এবেলা পত্রিকা সূত্রে জানা গেছে, এবার আরো একটু কাছাকাছি এলেন তিনি ভক্তদের। সদ্য ফেসবুকে ও ইনস্টাগ্রামে লঞ্চ হলো তার অফিসিয়াল প্রোফাইল। শুক্রবার টুইটারে সেই সংবাদটি জানিয়েছেন ‘ড্রিমগার্ল’ নিজেই। মায়ের এ নতুন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল নিয়ে অত্যন্ত উৎসাহিত এষা দেওল। তিনিও টুইট করে সংবাদটি জানিয়েছেন তার নিজস্ব টুইটার হ্যান্ডলে।
এবার থেকে তাই ফেসবুকেও অনুগামীরা দেখতে পাবেন তার সমস্ত আপডেট। ইনস্টাগ্রামে তার নামে একাধিক হ্যান্ডল রয়েছে যেখানে নিয়মিত তার ছবি পোস্ট করা হয়। কিন্তু তার সবগুলোই ফেক। তার যে সোশ্যাল মিডিয়ায় ভেরিফায়েড প্রোফাইল বা হ্যান্ডল প্রয়োজন, সেই বিষয়টি তাকে জানান লেখক-প্রযোজক রাম কমল মুখোপাধ্যায়। রাম কমলের উদ্যোগেই সোশ্যাল মিডিয়ায় ড্রিমগার্লের অফিসিয়াল হ্যান্ডলগুলো ক্রিয়েট করা হয় এবং ভেরিফাই করা হয়।
এর জন্য টুইটারে রাম কমল মুখোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন হেমা এবং এষা। এই প্রতিবেদনে যে ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডলগুলোর স্ন্যাপশট ব্যবহার করা হয়েছে, সেগুলোই তার অফিসিয়াল প্রোফাইল।