নিজস্ব প্রতিবেদক:
ঢাকার গণভবনের পাশে দায়িত্বরত অবস্থায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) সদস্য নায়েক আতিকুর রহমান (২৮) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার (২৬ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।জানা যায়, বুকের ডান পাশে নায়েক আতিকুর গুলি লাগে।আহত অবস্থায় তাকে জরুরি বিভাগে নেয়া হয়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওহিদুল ইসলাম এঘটনা সম্পর্কে বলেন, শুক্রবার রাতে দায়িত্ব পালনকালে মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়েছেন এসপিবিএন সদস্য। চায়না পিস্তল নিয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি। পিস্তলে গুলি লোড করা ছিল। অসতর্ক অবস্থায় ট্রিগারে হাত লেগে এমনটি ঘটে থাকতে পারে ।
দৈনিক দেশজনতা/ এমএইচ