ক্রীড়া ডেস্ক,
নতুন মডেলের জার্সি গায়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন মাশরাফিরা। টুর্নামেন্ট শুরুর আগে টাইগারদের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। এই জার্সির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এতে স্পন্সর প্রতিষ্ঠানের নাম লেখা নেই।
সম্প্রতি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ দল। এখানে মোট চারটি ম্যাচ খেলে বাংলাদেশ দুইটিতে জয় পায়, একটিতে হারে ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। গত ২৪ মে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয় নম্বরে উঠে যায় বাংলাদেশ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

