বিনোদন ডেস্ক:
ফাইনালি ইটস হ্যাপিনিং।মাদাম তুসোতে আসতে চলেছে তারও মোমের মূর্তি। রাজের সিমরান অর্থাৎ কাজলের মোমের মূর্তি এবার স্থান পেতে চলেছে মাদাম তুসো মিউজিয়ামে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।
সম্প্রতি লন্ডনের মাদাম তুসো থেকে একটি দল কাজলের মেজারমেন্ট নিয়ে যায়। খুব তাড়াতাড়ি তৈরি হবে তার মূর্তিটি। এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন তারা। একটি সাক্ষাৎকারে কাজল বলেন, ‘এই বিষয়টি নিয়ে এখনও আমি আশ্চর্য এবং অভিভূত। চার ঘণ্টা ধরে আমার মেজারমেন্ট এবং আমার সম্বন্ধে বিস্তারিত নিল।’ মূর্তিটি উন্মোচন করবেন তার স্বামী অজয় দেবগন এবং ছেলে মেয়েরা। ২০১৮তেই উন্মোচন হবে সেই মূর্তি। গোটা বিষয় নিয়ে অত্যন্ত উচ্ছসিত এই বলিউড সুন্দরী।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

