১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

অপেক্ষায় শায়লা সাবি

বিনোদন ডেস্ক:

বাণিজ্যিক ধাঁচের ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও মডেল-অভিনেত্রী শায়লা সাবি ‘ঘাসফুল’ ছবিতে নার্গিস চরিত্রে অভিনয় করে দর্শকের নিকট প্রশংসা পান। এ ছবিটি পরিচালনা করেন আকরাম খান। অবশ্য গীতালি হাসান পরিচালিত ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিটি ছিল সাবি অভিনীত প্রথম ছবি। এ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করার সুযোগ পান তিনি। অনেকদিন ধরে শায়লা সাবি কোনো ছবিতে কাজ করছেন না। এর কারণ জানতে চাইলে শায়লা সাবি জানান, সত্যি কথা বলতে আমি অপেক্ষা করছি।

ভালো গল্প ও চরিত্রের জন্য অপেক্ষা। সবশেষ তানিম রহমান অংশুর ‘আদি’ ছবিতে এ বি এম সুমনের বিপরীতে কাজ করেছি। এ ছবির সকল কাজ শেষ হয়েছে। সামনে ছবিটি মুক্তি পাবে। আর মাঝে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় কেটেছে। তাই অনেকদিন কাজ করা তেমন হচ্ছে না। তবে ‘আদি’ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এ ছবিটি মুক্তি পাওয়ার পর ভালো কাজ পেলে অবশ্যই আবার বড় পর্দায় কাজ শুরু করবো। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘ঠাটা’, সজলের বিপরীতে ‘গনি মিয়ার কোচিং সেন্টার’, অপূর্বর বিপরীতে ‘টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট’সহ বেশকিছু নাটকের কাজ ছোট পর্দায় করেছেন সাবি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ