নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবে তার বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার দুপুর ১২টায় চিকিৎসক দলের সদস্যরা নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে সকালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানিয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্যই চিকিৎসক যাবেন। চিকিৎসক দলের নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন। এছাড়া চিকিৎসক দলে থাকবেন অধ্যাপক এ এস এম রায়হান, অধ্যাপক এ কে এম আমিনুল হক, অধ্যাপক সিরাজুদ্দিন আহমেদ, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবদুল কুদ্দুস ও অধ্যাপক এ এস এম রফিকুল ইসলাম।
দৈনিকদেশজনতা/ আই সি