১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেও হবে

বিনোদন ডেস্ক:

বিউটি পেজেন্টের হাত ধরে উর্বশী রাউতেলার ইন্ডাস্ট্রিতে আসা। তবে আইটেম সংয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন তিনি। এবার ‘হেট স্টোরি ফোর’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে উর্বশীকে। সম্প্রতি কাস্টিং কাউচ(শারীরিক সম্পর্কের বিনিময়ে অভিনয়) থেকে নেপোটিজম(স্বজনপোষণ)— সব নিয়েই মুখ খুললেন নায়িকা। সোমবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

কাস্টিং কাউচ নিয়ে উর্বশী বলেন,‘এ বিষয়ে আমার মত, কেউ অন্যায় কোনও প্রোপোজাল(প্রস্তাব) পেলেই সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করা উচিত। এর মোকাবিলা করতে হবে মানসিক কাঠিন্যের মাধ্যমেই। তবে আমি কখনও এর মুখোমুখি হইনি।’ ১৫ বছর বয়স থেকে তিনি কাজ করছেন। কাজের মধ্যে থাকায় তার ব্যক্তিগত চাওয়া- পাওয়ায় বিঘ্ন ঘটে। এ সম্পর্কে তিনি বলেন, ‘স্কুল-কলেজে সকলে যে আমোদ-আহ্লাদে মেতে থাকে, আমি সেই জীবনটা মিস করেছি। কিন্তু বিশ্বাস করি, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেও হবে। তাই এই নিয়ে আক্ষেপ করতে চাই না।’

নেপোটিজম নিয়ে তিনি বলেন,‘একটা ছবিতে আমার জায়গায় স্টার কিড(তারকা সন্তান) রিপ্লেস করেছিল। যদিও সেই ছবির নাম বলতে চাই না। তবে এসব নিয়ে আমি হতাশ নই। আমি সব সময় সামনের দিকে তাকাতে চাই। আমি নিজের কাজ নিয়ে খুশি ও গর্বিত।’

 

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ