১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত ২

সুন্দরবনে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু হাসান বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এসময় ৬টি অস্ত্র ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে সুন্দরবনের বরগুনার পাথরঘাটা উপজেলার মাঝেরচরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন, আতাউর (৩৫) ও রবিউল মাঝি। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। নিহত দুইজনের মধ্যে একজনকে জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও অপরজনকে সক্রিয় সদস্য বলে দাবি করেছে র‌্যাব।
র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন, সুন্দরবনের জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা বরগুনার পাথরঘাটা উপজেলার মাঝেরচর এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা সুন্দরবনের গহীনে চলে গেলে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাসি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এবং এসময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে নদীতে মাছ ধরা জেলেরা সেখানে এসে নিহতরা জলদস্যু হাসান বাহিনীর সদস্য বলে শনাক্ত করে।
তিনি আরও বলেন, হাসান নামে এক যুবক নিজ নামে জলদস্যু বাহিনী গড়ে তোলে। হাসান বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন এলাকায় সাগর ও সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এদের মরদেহ বরগুনার পাথরঘাটা থানায় নিয়ে আসা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ