১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

সকল ক্ষেত্রেই যুদ্ধ করেছি : অপু

বিনোদন ডেস্ক:

যুদ্ধের সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা ছোটবেলা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে যুদ্ধ করেছি, পরে ক্যারিয়ার নিয়ে যুদ্ধে চালিয়েছি। সংসার থেকে শুরু করে কমবেশি সকল ক্ষেত্রেই যুদ্ধ করেছি। যেমনটি আমিও।’ কথাগুলো ফেসবুকে নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে ভিডিও বার্তা ও স্ট্যাটাস দিয়ে বলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সিরিয়ায় যে যুদ্ধ চলছে, তা মানতে পারছেন না এই নায়িকা। অপু বিশ্বাস ফেসবুকে আরো বলেন, ‘চলচ্চিত্র, সংসারসহ জীবনের অনেকটি সময় যুদ্ধ করতে হয়েছে আমাকে এবং সেই যুদ্ধকে মেনেও নিয়েছি। কিন্তু সিরিয়ায় যে যুদ্ধ চলছে, তা আমি কেনো পৃথিবীর কেউ মেনে নেবে না এবং নিচ্ছেও না আশা করি।’

সিরিয়ায় সরকার ও সরকারবিরোধী বাহিনীর যুদ্ধে অসংখ্য শিশু প্রাণ হারাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেইসব শিশুর ছবি দেখে মর্মাহত হয়েছেন অপু বিশ্বাস। তিনি এ বিষয়ে লিখেছেন, ‘সিরিয়ার যুদ্ধে যেভাবে শিশুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে এবং তাদের হত্যা করা হচ্ছে, তা আমার হৃদয়কে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে চলেছে। কারণ আমিও একজন মা। পৃথিবীর প্রতিটি শিশুই আমার কাছে সন্তানের মতো। তাই আমি কামনা করি, দ্রুতই এই যুদ্ধ, শিশু হত্যা ও তাদের ওপর অত্যাচার বন্ধ হোক। শিশুদের জন্য পৃথিবীর প্রতিটি স্থানই হোক নিরাপদ স্থান।’

বর্তমানে কোনো চলচ্চিত্রের শুটিং করছেন না অপু বিশ্বাস। তবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনটি নতুন চলচ্চিত্রে। শিগগির ছবিগুলোর শুটিং শুরু করবেন বলে জানান তিনি। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘পাংকু জামাই’ ছবিটি। এই ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাকে তাঁকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৯:৫১ পূর্বাহ্ণ