২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৭

স্বাধীনতা দিবসে মিস্টার বাংলাদেশ সিনেমাটির ট্রেলার

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগে প্রকাশ হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’-এর মোশন পোস্টার। বেশ চমক জাগিয়েছে ভিডিওটি। এবার আসছে ট্রেলার।

সিনেমাটি পরিচালনা করছেন আবু আকতারুল ইমান। নাম ভূমিকায় আছেন খিজির হায়াত খান।

‘জাগো’-খ্যাত খিজির জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ হবে সিনেমাটির ট্রেলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্থিরচিত্র প্রকাশের মাধ্যমে খবরটি জানান তিনি। সেখানে একটি স্লোগানও দেখা যায়— ‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’।

‘মিস্টার বাংলাদেশ’-এর গল্প আবর্তিত হয়েছে জঙ্গিবাদ নিয়ে। তেমনটা দেখা গেছে আগে প্রকাশিত মোশন পোস্টারে।

সেখানে শুরুতেই দেখা যায় হলি আর্টিজানে হামলার ঘটনার পত্রিকার কাটিং। হামলাকারীদের অন্যতম নিবরাসকেও দেখা যায়। আর সংবাদের ভেতর থেকে বেরিয়ে আসে ‘মিস্টার বাংলাদেশ’। এ সময় হলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত হওয়া ইশরাত আকন্দ মিস্টার বাংলাদেশের মাঝে মিশে যায়। দেখা যায় এক বিদেশিনীকেও।

একজন সাংবাদিক হয়ে কীভাবে জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং কীভাবে তা প্রতিরোধ করেন এই চলচ্চিত্রে ফুটে উঠবে— জানালেন খিজির হায়াত খান।

সর্বশেষ ডিসেম্বরে শুরু হয় ‘মিস্টার বাংলাদেশ’-এর শুটিং। ঢাকা, কক্সবাজার’সহ একাধিক লোকেশনে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে ছবিটিতে নায়িকা হিসেবে আছেন শানারেই দেবী শানু। ভিলেন চরিত্রে অভিনয় করছেন টাইগার রবি। সাথে আছেন ইউটিউব সেলিব্রিটি শামীম হাসান সরকার।

সবকিছু পরিকল্পনা মতো চললে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে ‘মিস্টার বাংলাদেশ’।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ