২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৭

শ্রীলঙ্কায় যাচ্ছেন না সাকিব, দলে ঢুকলেন লিটন

স্পোর্টস ডেস্ক: 

শেষ পর্যন্ত নিদাহাস ট্রফিতে খেলা হচ্ছে না টি-২০’র নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। শনিবার বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। আর তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় নিদাহাস ট্রফিতে অংশ নেওয়া হচ্ছে না সাকিবের। তার পরিবর্তে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ্‌ রিয়াদ। আর সাকিবের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা লিটন কুমার দাস।

আগে থেকেই এই সিরিজে সাকিবের খেলার বিষয়টি অনিশ্চিত ছিলো। নিজে থেকেই খেলতে না পারার সম্ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব। এরমধ্যে টি-২০ থেকে অবসর নেয়া মাশরাফিকে ফেরানোর চেষ্টাও করে বিসিবি। তবে সিদ্ধান্ত পাল্টাননি ম্যাশ। তাই সাকিবকে শেষ পর্যন্ত পরিকল্পনায় রাখা হয়েছিলো। তবে অলরাউন্ডার সাকিবের বদলি হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনের অন্তর্ভুক্তি নিয়েও উঠছে প্রশ্ন। মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, স্কোয়াডে এখন তিনজন উইকেট রক্ষক।

  বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, সাব্বির রহমান, আরিফুল হক, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

 

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ