১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

আনুশকার পারফরম্যান্সে খুশি বিরাট

বিনোদন ডেস্ক:

আপনি কি আনুশকার ‘পরী’ দেখে ফেলেছেন? (শুক্রবার) মুক্তি পেয়েছে সিনেমাটি। বিরাট কিন্তু বৃহস্পতিবার রাতেই স্পেশাল স্ক্রিনিংয়েই দেখে ফেলেছেন আনুশকার এই ছবি। শুধু ছবিটি দেখে ফেলাই নয়, ইতিমধ্যেই ছবিটি দেখে আনুশকার প্রশংসায় পঞ্চমুখ বিরাট। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা। ‘পরী’ দেখে নিজের টুইটার হ্যান্ডেলে এটাকে আনুশকার জীবনের সেরা কাজ বলে বর্ণনা করেছেন বিরাট।

বিরাটের কথায় এটা তার দেখা অন্যতম সেরা ছবি। সিনেমাটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম তবে শেষপর্যন্ত সিনেমাটা দেখে আনুশকার প্রতি আমার গর্বই হচ্ছে। বিরাটের করা টুইটের পাল্টা রি-টুইট করেছেন হাজারেরও বেশি মানুষ। লাইক করেছেন প্রায় সাড়ে ৭ হাজার জন।

প্রসঙ্গত, এর আগে ‘পরী’র পোস্টারও শেয়ার করেছিলেন বিরাট। আনুশকা শর্মা ও তার ভাই কর্ণিশ শর্মার যৌথ ভাবে খোলা প্রোডাকশন হাউসের প্রযোজনাতেই তৈরি হয়েছে এই ছবি। আনুশকার ‘পরী’তে রয়েছেন দুই বাঙালি অভিনেতা, অভিনেত্রী। রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ইতিমধ্যেই ফিল্ম সমালোচকরা ‘পরী’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তবে ‘পরী’তে আনুশকার পারফরম্যান্সে মুগ্ধ সকলেই। এদিকে পাকিস্তানে ‘পরী’ নিষিদ্ধ ঘোষণা করেছে সেদেশের সেন্সর বোর্ড। পাকিস্তানের দাবি, ‘পরী’ ইসলাম বিরোধী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১০:০৬ পূর্বাহ্ণ