১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দলে নেই ডিকওয়েলা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ আর ভারতকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা ঘরের মাঠে আয়োজন করতে চলেছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের। বাকি দুই বোর্ড নিজেদের স্কোয়াড ঘোষণা করলেও স্বাগতিকরা এত দিন দেয়নি দল। বৃহস্পতিবার নিদাহাস ট্রফির জন্য নিজেদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা বোর্ড। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলার।

শেষ কয়েকটা সিরিজেই লঙ্কা দলের অপরিহার্য সদস্য ছিলেন ডিকওয়েলা। তবে ঘরের মাটিতে মাঠে নামতে পারছেন না ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস অনুপস্থিত থাকছেন ত্রিদেশীয় সিরিজে, আগেই জানা গিয়েছিল তেমনটা। ম্যাথিউসের বদলে দিনেশ চান্দিমালের ঘাড়ে শুধু অধিনায়কত্বের দায়িত্বটাই চাপেনি, ডিকওয়েলার বদলে উইকেটের পেছনেও দাঁড়াবেন টেস্টের শ্রীলঙ্কা দলপতি।

বাংলাদেশ সফরে গতির ঝড় তোলা তরুণ পেসার শিহান মধুশঙ্কা অবশ্য চোটের কারণে দলে নেই। তবে স্বাগতিক দলের জন্য সুখবর, দলে একই সঙ্গে ফিরে এসেছেন মূল দুই পেসার সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপ। সঙ্গে ইসুরু উদানাও রয়েছেন পেস বোলিংয়ে আগুন ঝরাতে। ডানহাতি পেসার দুষ্মন্ত চামিরাও জায়গা পেয়েছেন স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে স্পিন বোলিংয়ে দুর্দান্ত ছিলেন আকিলা ধনঞ্জয়। ধনঞ্জয় তো আছেনই, তাঁর সঙ্গে আছেন আরেক বিশেষজ্ঞ স্পিনার আমিলা আপোন্সোও। সঙ্গে জীবন মেন্ডিসের অভিজ্ঞতাও এগিয়ে রাখবে স্বাগতিকদের। ৬ মার্চ থেকে পর্দা উঠবে নিদাহাস ট্রফির। উদ্বোধনী ম্যাচেই সফরকারী ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা।

ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দল : দিনেশ চান্দিমাল (অধিনায়ক ও উইকেটরক্ষক), উপল থারাঙ্গা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, আমিলা আপোন্সো, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা ও দুষ্মন্ত চামিরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ