২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৫

স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে ইরানি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে একটি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টার সময় ৩৫ জন নারীকে আটক করার পর ফিফার প্রধান বলেছেন, দেশটির উচ্চ পর্যায় থেকে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে শিগগীরই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই মেয়েদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ফুটবলের বৈশ্বিক সংস্থার প্রধান গিয়ান্নি ইনফানটিনো ইরান সফরে গিয়ে স্থানীয় ইস্তেকলাল এবং পার্সিপলিস-এর মধ্যে একটি ফুটবল ম্যাচ দেখতে যান। আর সেই ম্যাচটিতেই নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কিছু নারী খেলা দেখতে মাঠে ঢোকার চেষ্টা করেন। কিছু সময় আটকে রাখার পর তাদের ছেড়ে দেয়া হয়। এই ম্যাচটি দেখতে ফিফা প্রধান স্টেডিয়ামে আসবেন – এ খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী অধিকারকর্মীরা মেয়েদের প্রতি আহ্বান জানান, যেন তারা আজাদি স্টেডিয়ামে এসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইরানে ইসলামি বিপ্লবে পর শুধু পুরুষরাই মাঠে গিয়ে ফুটবল খেলা দেখতে পারেন। বোঝাই যাচ্ছে যে ইরানী নারীরা ইনফানটিনোর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১০:১৬ পূর্বাহ্ণ