১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

ফিরলেন নওশীন

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী নওশীন। একসময় ছিলেন রেডিও জকি (আরজে), তারপর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা, ধীরে ধীরে অভিনয় জগতে বিচরণ শুরু করেন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে দীর্ঘদিন উপস্থাপনায় দেখা যায় না নওশীনকে। এ বিরতি ভেঙে আবারো উপস্থাপনায় ফিরলেন তিনি। বৈশাখী টেলিভিশনের নতুন গেম শো ‘লেডি উইনার’-এর মাধ্যমে তার প্রিয় জায়গায় ফিরলেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে নওশীন বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ভীষণ উপভোগ করি। কিন্তু গতানুগতিক ধারার বাইরের কিছু করতে চাইছিলাম, তবে পাচ্ছিলাম না বলে এতদিন উপস্থাপনা করিনি। হঠাৎ বৈশাখী টেলিভিশনের লেডি উইনার অনুষ্ঠানটি উপস্থাপনার প্রস্তাব পাই। অনুষ্ঠানটির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে একটু আলাদা। তাই কাজটি করার সিদ্ধান্ত নিই। তারপর শুরু করে দিলাম। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ অনুষ্ঠানটির প্রতি পর্বে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। নাচ, গান, অভিনয়, গেম, কুইজ, ছবি দেখে বলাসহ নানা সেগমেন্টে নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। প্রতি শুক্রবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছেন এস আলী সোহেল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:৪৭ অপরাহ্ণ