১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

অ্যাটলেটিকোর জয়ে গ্রিজমানের ৪ গোল

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে বড় ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছিলেন আঁতোয়ান গ্রিজমান। এবার লেগানেসের বিপক্ষে আরও আগ্রাসী অ্যাটলেটিকো মাদ্রিদ এ তারকা। অ্যাটলেটিকোর ৪-০ ব্যবধানের জয়ে একাই সবগুলো গোল করেছেন ফরাসি এ তারকা। এস্তাদিও ওয়ানদা মেট্রোপলিটন স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে আমন্ত্রণ জানায় লেগানেস। অতিথি হিসেবে খেলতে গিয়ে লিগে গ্রিজমানের টানা দ্বিতীয় হ্যাটট্রিকের মধ্য দিয়ে লেগানেসকে উড়িয়ে দিয়েছে ডিয়েগো সিমিওনের দল।

প্রতিপক্ষের মাঠে এমন দাপুটে জয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কাতালান ক্লাবটির চেয়ে এখন মাত্র ৪ পয়েন্ট দূরে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১২ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো ফুটবলার হিসেবে রাদামেল ফ্যালকাও চার গোল করেছিলেন। ৬ বছর পর ক্লাবটির হয়ে এবার লেগানেসের বিপক্ষে এক হালি গোলের দেখা পেলেন গ্রিজমান। আর এ গোলের মধ্য দিয়ে ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর লিগে শত গোলের মাইলফলকে পৌঁছলেন গ্রিজমান।

লেগানেসের মাঠে গতকাল ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোলের দেখা পান গ্রিজমান। বিশ্রামে যাওয়ারে আগে ৩৫ মিনিটে পান দ্বিতীয় গোলের দেখা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ হয় তার। আর ম্যাচের ৬৭ মিনিটে দলের এবং নিজের শেষ গোলটি করেন ফরাসি এ স্ট্রাইকার। লিগে এ জয়ে ২৬ ম্যাচ শেষে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্টে শীর্ষে বার্সা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:৪৬ অপরাহ্ণ