১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

নিশ্চিতভাবেই আরেকটা অর্থনৈতিক মন্দা আসছে: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক:

দশ বছর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার প্রভাবে সারা বিশ্বের অর্থনীতিতে সংকট দেখা দিয়েছিল। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন ওই রকম আরেকটি অর্থনৈতিক মন্দা আবার ঘটতে চলেছে। তবে ঠিক কখন বাজারের শিথিলভাব দেখে দিবে তা নিশ্চিত নন তিনি। রেডিট ওয়েবসাইটের ‘আস্ক মি এনিথিং’ সেশনে বিল গেটস একথা বলেন।

বিভিন্ন খবর শেয়ার ও আলোচনা করার সাইট রেডিটের এই সেশনে ইউজাররা সেলিব্রেটিদের যেকোনো প্রশ্ন করতে পারেন। মঙ্গলবার একজন ইউজার গেটসকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় নিকট ভবিষ্যতে ২০০৮ সালের মতো আরেকটি অর্থনৈতিক মন্দা দেখা দিবে?’এর জবাবে বিল গেটস খুব সংক্ষেপে বলেন, ‘হ্যাঁ। এটা ঠিক কখন ঘটবে তা বলা মুশকিল, কিন্তু ঘটবে যে তা নিশ্চিত। সৌভাগ্যক্রমে আমরা আগেরটা মোটামুটি ভালোভাবেই পার হতে পেরেছি। ওয়ারেনও এ নিয়ে কথা বলেছে এবং সে আমার চেয়ে এই বিষয়টি আরও অনেক বেশি ভাল বুঝে।’

ওয়ারেন বলতে গেটস তার বন্ধু ও বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটকে বুঝিয়েছেন। বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান বাফেট বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ব্যবসায়ী। গেটস ও বাফেট দুজনেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় একেবারে উপরের দিকে অবস্থান করছেন। তবে গেটস আশার বাণীও শুনিয়েছেন। রেডিটে তিনি লেখেন, ‘সামনে আরেকটি অর্থনৈতিক মন্দাভাবের আশঙ্কা থাকলেও, নতুন নতুন উদ্ভাবন ও পুঁজিবাদ ভবিষ্যতে যেভাবে সবখানে মানুষের অবস্থাকে আরও উন্নত করে তুলবে তা নিয়ে আমি আশাবাদী।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ