১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘বিজলী’

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার অভিনীত ‘বিজলী’র শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সরে প্রদর্শিত হলে বিনা কর্তনে সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার সুপার হিরোইন চরিত্রে দেখা যাবে ববিকে। এতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। এছাড়া আরো অভিনয় করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়, বাংলাদেশের আহমেদ রুবেল, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, শিমুল খানসহ আরও অনেকে। ববির নিজ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববি স্টার’র ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

এই চলচ্চিত্রের পরই ববি রোমান্টিক ঘরানার ‘প্রেমলীলা’র কাজ শুরু করবেন। এছাড়া ‘মাল্টা’  চলচ্চিত্রের দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে। এতে তাকে একই সঙ্গে বাংলা, ইংরেজি ও মাল্টার ভাষায় কথা বলতে দেখা যাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। তাছাড়া মাল্টায়  গিয়ে ববি ‘নীলিমা’ শিরোনামের আরো একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই  চলচ্চিত্রের কাজও প্রায় শেষের দিকে।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৪:০৯ অপরাহ্ণ