আন্তর্জাতিক ডেস্ক:
পাপুয়া নিউ গিনির পরগেরার ১১১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৬.১৭১৬ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ থেকে ১৪২.৪৭৪৯ ডিগ্রী পূর্ব দাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর আগে গত সোমবার ৭.৫ মাত্রার ভূমিকম্প দেশটির পার্বত্য অঞ্চলে পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। দেশটির এনগা প্রদেশে সোমবার ভোরে এই ভূমিকম্প হয়। যে দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

