১৬ই জানুয়ারি, ২০২৬ ইং | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

অক্ষর থেকে উঠে আসা মানুষ’ নাটকে আফজাল ও সুবর্ণা

বিনোদন ডেস্ক:

টেলিভিশন নাটকের চিরসবুজ জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। প্রতিনিয়তই দুজন একই নাটক-টেলিফিল্মে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু চিত্রনাট্য বাছাইয়ে তারা খুবই সচেতন। এবার মিলে গেল ব্যাটে-বলে।

বদরুল আনাম সৌদ রচিত ও পরিচালিত ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’ নাটকে দেখা যাবে তাদের। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা সৌদ জানান, সুবর্ণা মুস্তাফা এই নাটকে একজন লেখিকা। আর আফজাল তারই লেখা একটি চরিত্র। লেখিকার ধারণা ছিল তিনি যেভাবে ভাববেন সেভাবেই আফজালের চরিত্রটি ফুটে উঠবে। কিন্তু তেমনটি হয়নি। একটি সময় এসে লেখিকার সঙ্গে তারই সৃষ্ট সেই চরিত্রের আবেগের সম্পর্ক তৈরি হয়। সব মিলিয়ে অন্যরকম সম্পর্কের জটিলতায় আবর্তিত হয় কাহিনি।

তিনি আরো জানান, শিগগিরই ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’  চ্যানেল আই-এ প্রচার হবে।

১৯৭৫ সালে আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় বিটিভিতে প্রচারিত রবীন্দ্রনাথের ‘সুভা’ নাটকে আফজাল-সুবর্ণা প্রথম অভিনয় করেছিলেন। এরপর তাদের অসংখ্য নাটকে দেখা গেছে। ব্যক্তিগত জীবনে তারা ভালো বন্ধুও।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১২:৪০ অপরাহ্ণ