নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারের ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ৭ উদ্যোক্তা-পরিচালক ও এক বিনিয়োগকারীকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সুবিধাভোগী ব্যবসা পরিচালনা বা ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত আইন ভঙ্গ করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও প্রতিষ্ঠানটির শেয়ারের বিনিয়োগকারী মিসেস খন্দকার তাসলিমা চৌধুরীকে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা। যিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরীর স্ত্রী।
জানা যায়, কোম্পানির এ সাত উদ্যোক্তা ও বিনিয়োগকারী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুলস ১৯৯৫ এর ৪ (১) ভঙ্গ করার কারণে সাত উদ্যোক্তার প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করে এবং মিসেস খন্দকার তাসলিকা চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমানা করে। যিনি কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য জেনে বিনিয়োগ করেছেন।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্যবসায়িক দুরবস্থা বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের সকল ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।
এছাড়াও ব্যবসায়িক লোকসানে ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। ফলে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির লোকসান হয়েছে ২৮ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩৪ টাকা।
এর আগে ২০১০ সালে ইস্যু মূল্যে অর্থাৎ ১০ টাকায় কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। পরবর্তীতে ২০১১ সালে ব্যবসা সম্প্রসারণের নামে প্রিমিয়ামসহ বাজার থেকে অর্থ উত্তোলন করে।
দৈনিক দেশজনতা/এন এইচ