নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৫ম বারের মতো চাকরি মেলা শুরু হয়েছে। ২ দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করেছে রাবি ক্যারিয়ার ক্লাব। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল মাঠে মেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
মেলার উদ্বোধনী পর্বে ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ড. শাহ আজম শান্তনু, সাবেক ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন মাতিনসহ আরো অনেকে।
দুই দিনব্যাপী এই চাকরি মেলায় ২৬টি কোম্পানি অংশগ্রহণ করছে।
কোম্পানি গুলো হলো- রেকিট বেনিকিজার বাংলাদেশ লিমিটেড, আরলা ফুড বাংলাদেশ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, বিকাশ, প্রাইম ইসলামিক সিকিউরিটিজ লিমিটেড, এএফসি ক্যাপিটাল লিমিটেড, ব্রাক, বোল্ড, নাবিল গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, দারাজ ডটকম, এসিসিএ, ইন্টার্ন বিডি, এইচাআরবিডি, ব্লু হিল্স আইটি ইত্যাদি। ২২টি স্টলে সিভি গ্রহণ করছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
মেলার প্রথম দিনে চাকরি প্রত্যাশিদের থেকে বায়োডাটা সংগ্রহ করা হবে। প্রত্যেকটি কোম্পানি তাদের নির্ধারিত বুথে সিভি সংগ্রহ করবেন।
সকাল থেকেই শিক্ষার্থীদের বায়োডাটা জমা দিতে দেখা গেছে। আগামীকাল বায়োডাটা বাছাই শেষে যোগ্যতা সম্পন্ন জনশক্তি নিয়োগ দেবে কোম্পানিগুলো। এছাড়া দুই দিনে মোট ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, দৈনিক বণিক বার্তা, দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস, কালের কন্ঠ, ঢাকা এফ এম, রেডিও পদ্মা। অনুষ্ঠানে ফুড পার্টনার হিসাবে থাকছে স্টার রেস্টুরেন্ট এন্ড ক্যাফে।
দৈনিক দেশজনতা/এন এইচ