১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

স্বস্তিকা নয়, শ্রীলেখা

বিনোদন ডেস্ক :

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ‘দুপুর ঠাকুরপো’ নামের একটি ওয়েবসিরিজে ‘উমা’ বউদির চরিত্রে বেশ খোলামেলাভাবে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সিরিজটি প্রচারের পর অনেক সমালোচিত হন এই অভিনেত্রী। তবে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন বলে জানিয়েছিলেন স্বস্তিকা।
ওয়েবসিরিজটির সিজন টু নির্মিত হতে যাচ্ছে। প্রথম সিজনে অভিনয়ের পর স্বস্তিকা জানিয়েছিলেন, দ্বিতীয় সিজনেও থাকবেন তিনি। কিন্তু দ্বিতীয় সিজনে দেখা যাবে না তাকে। সিরিজটিতে ‘উমা’ চরিত্রটি আর থাকছেই না। নতুন করে যুক্ত হতে যাচ্ছে ‘ঝুমা’ চরিত্র। আর ‘ঝুমা’ চরিত্রে দেখা যাবে টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
এ প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘না, সিজন টু আমি করছি না।’ হঠাৎ এ সিরিজটি থেকে সরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরে যাওয়ার অনেক কারণ রয়েছে। তবে ছোট করে বললে বলব, টিভিওয়ালা মিডিয়া যারা এই শোয়ের প্রডিউসার তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতা হচ্ছে না।’
আলোচিত এ সিরিজে স্বস্তিকার অভিনয় অনেক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এটা  শ্রীলেখার জন্য চ্যালেঞ্জ কিনা জানতে চাইলে শ্রীলেখা বলেন, ‘স্বস্তিকা খুব ভালো অভিনেত্রী। সে দেখতেও সুন্দরী, তার মনটাও সুন্দর। স্বস্তিকার উমা বৌদি আমি এখনো দেখিনি। স্বস্তিকা ওর মতো করে করেছে আর আমি আমার মতো করে অভিনয় করব। আমার কাছে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং।’ শ্রীলেখা আরো বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আমিই চরিত্রটা করব। তবে শুটিং কবে থেকে শুরু হবে তা ঠিক হয়নি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৪:২৩ অপরাহ্ণ