বিনোদন ডেস্ক:
অবশেষে সেন্সর বোর্ডের চৌকাঠ পেরুলো গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। বোর্ড সূত্রে জানা যায়, সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। সিনেমাটিতে শুভ্রা ও অপুর ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে পরী মনি ও নবাগত ইয়াশ রোহান। যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারতের বেঙ্গল বারতা।
২০১৭ সালের শেষ দিকে ‘স্বপ্নজাল’-এর প্রোমো প্রকাশ হয় বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবে। ওই সময় শোনা যায়, সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে। কিন্তু যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি গঠিত না হওয়ায় আটকে যায়। কিছুদিন আগে প্রিভিউ কমিটি ‘স্বপ্নজাল’কে অনাপত্তি পত্র দেয়। ২৫ ফেব্রুয়ারি সেন্সর শো’র পর বিনা কর্তনে সনদ দেওয়ার সিদ্ধান্ত নেন সদস্যরা।
মুক্তির বিষয়ে নির্মাতা গণমাধ্যমে জানান, ৩০ মার্চ ও ৬ এপ্রিলের মাঝে যে কোনো একটি তারিখে দর্শকের সামনে আসতে পারে ‘স্বপ্নজাল’। ছবিটিতে আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

