১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

শিশুশিল্পী থেকে মেগাস্টার শ্রীদেবী

বিনোদন ডেস্ক:

রোমান্টিক থেকে কমিক রোলে স্বভাবজাত অভিনয় শ্রীদেবীকে বলিউডে নায়কদের একচেটিয়া রাজত্বে নব্বই দশকে সুপারস্টার করে দিয়েছিল। তাই তিনি একক অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে যে কয়েকজন অভিনেত্রী পুরুষ সহকর্মীর সহায়তা ছাড়াই বক্স অফিসে ঝড় তুলতে পেরেছিলেন, তাদের অন্যতম শ্রীদেবী। শনিবার রাতে দুবাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড ‘আইকন’ শ্রীদেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে আসে। বলিউডের প্রথম নারী সুপারস্টারের মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়। ভারতের গণমাধ্যমের পুরোটাই জুড়ে শ্রীদেবী বন্দনা। কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম তাকে ‘মেগাস্টার’ বলে আখ্যায়িত করেছে।

ভারতের তামিলনাড়ুতে ১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন শ্রীদেবী। বাবা ছিলেন একজন আইনজীবী। এক বোন ও দুই সৎভাই নিয়ে যৌথ পরিবারে দক্ষিণ ভারতের আদর্শে বেড়ে ওঠেন তিনি। মাত্র চার বছর বয়স থেকে অভিনয় করেছেন শ্রীদেবী। আট বছর বয়সে ১৯৭১ সালে মালায়লাম সিনেমা ‘পুমবাতা’য় অভিনয়ের জন্য তিনি সেরা শিশু অভিনেত্রীর পুরস্কার পান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৩ বছর বয়সে ১৯৭৬ সালে ‘মন্দ্রু মুচিহো’ নামে তামিল সিনেমায় অভিনয় করেন। তার আগের বছর করেন হিন্দি ছবি ‘জুলি’।

চলচ্চিত্রজীবনে শ্রীদেবী তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নায়িকা হিসেবে শ্রীদেবীর বলিউডে অভিষেক ঘটে ১৯৭৮ সালে। তার অভিনীত সিনেমার মধ্যে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চাঁদনি’, ‘চালবাজ’, ‘তোফা’, ‘গুমরাহ’, ‘মাওয়ালি’, ‘নাগিনা’ ও ‘সদমা’ অন্যতম। নিজের শেষ ছবি ‘মম’ র প্রমোশনে এসে বলেছিলেন, ‘প্রায় তিনশ ছবি হয়ে গেল আমার। আজও মনে হয় নতুন করে শুরু করি।’

তামিল সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করা শ্রীদেবী দক্ষিণ ভারতকেও বঞ্চিত করেননি। দক্ষিণের সুপারহিরো রজনীকান্ত, কমল হাসন থেকে শুরু করে চিরঞ্জীবী- সবার সঙ্গেই কাজ করেছেন। শ্রীদেবী ১৯৯৭ সালে তার ‘জুদাই’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রশিল্পকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। এর পর দীর্ঘ ১৫ বছরে আর কোনো অভিনয় করেননি। কিন্তু ২০১২ সালে ‘ইংলিশ-ভিংলিশ’ সিনেমার মাধ্যমে আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন। ১৫ বছর পর সেই নির্বাসন ভেঙে ফিরে এসে কুড়িয়ে নিলেন ‘ভারতের মেরিল স্ট্রিপ’ খেতাব। ২০১৭ সালে সর্বশেষ তাকে ‘মম’ সিনেমায় দেখা গেছে।

ভারত সরকার ২০১৩ সালে শ্রীদেবীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালে তিনি চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে জাহ্নভি এবং খুশি। শ্রীদেবীকে নিয়ে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া বলেন, ‘আসলে শ্রী নিজে থেকে অভিনয় করতে করতে অনেক কিছু করে ফেলে যেগুলো আসলে মাস্টারস্ট্রোক।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১০:০২ পূর্বাহ্ণ