পরিচালক-প্রযোজক করণ জোহরের ৪৫তম জন্মদিন ছিল বৃহ্স্পতিবার। সেখানে উপস্থিত ছিলেন প্রায় গোটা বলিউড। কিন্তু পার্টিতে সবার নজর ছিল শুধু দু’জনের দিকে। এক শ্রীদেবী কন্যা জাহ্নবী এবং অপরজন হলেন সাইফ আলি খানের কন্যা সারা। তবে সমস্ত ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে শাহরুখ খানের সঙ্গে তার পুত্র আরিয়ান এবং সারার ছবিটি।
ছবি থেকে যদি বাদশাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে বলিউডের পরবর্তী হিট জুটিকে দেখতে পাচ্ছেন সবাই।
এবিপি আনন্দ পত্রিকা সূত্রে জানা যায়, বলিউডের অনেক দিনের স্বপ্ন ছিল তিন খান, অর্থাৎ আমির-শাহরুখ এবং সালমানকে একসঙ্গে নিয়ে একটি ছবি করার। তবে এবার বোধহয় একটু অন্যভাবে ভাবার সময় এসেছে। বাদশা-আরিয়ান-সারার এ ফ্রেমটিও অসাধারণ।
তবে এই পার্টিতে খুব অদ্ভূতভাবে দেখা গেল না সাইফ ও বেগম কারিনা কাপুরকে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

