নিজস্ব প্রতিবেদক:
রোজা শুরুর আগেই রাজধানীর সবজি বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শসা, টমাটো, বেগুনসহ বেশির ভাগ সবজি। সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছ ও মাংসের দামও। বিক্রেতা বলছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম সামান্য বেড়েছে। তবে ক্রেতাদের দাবি, সরকারের নিয়ন্ত্রণ না থাকায় পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজারে লাগামহীন হয়ে পড়েছে মুনাফাভোগীরা।
রাজধানীর হাতিরপুল ও রামপুরা বাজার ঘুরে দেখা যায়, শসা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকা, গেল সপ্তাহে প্রতি কেজি শসা বিক্রি হয়েছিল ৪০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা, গেল সপ্তাহে টমাটো বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। বেগুন প্রতিকেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা। যদিও গেল সপ্তাহে ৪০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছিল। গাজরের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। শুক্রবার প্রতি কেজি গাজর ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। লেবু প্রতি হালি আগের সপ্তাহের তুলনায় দ্বিগুন বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া আগেও সপ্তাহের মত চলতি সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হয়েছে অন্যান্য সবজি। বাজার ঘুরে দেখা যায়, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া ফালি ২০-২৫ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপি ৩০ টাকা, করলা ৭০ টাকা, কাকরোল ৫০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৬৫ টাকা, মূলা ৪৫ থেকে ৫০ টাকা, কাঁচ কলা প্রতি হালি ২৫ টাকা, পেঁপে ৫০ টাকা, কচু আকার ভেদে ৫০ থেকে ৭০ টাকা প্রতি পিস, কচুর মুড়ি কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে প্রতিকেজি রুই ও কাতল মাছের দর কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে আকার ভেদে ২৬০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাস ১২০ থেকে ১৬০ টাকা, কই ২৫০ থেকে ৩০০ টাকা, টেংরা ৪২০ থেকে ৬০০ টাকা, শিং ৪৫০ টাকা থেকে ৭০০, ইলিশ ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের হালি ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ থেকে ৫৩০ টাকায়, খাসির মাংস ৭২০ থেকে ৭৮০ টাকা, ফার্মের মুরগি ১৬৫ থেকে ১৭৫ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা ও কক মুরগি প্রতি হালি ৬০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রামুপুরা বাজারে আসা সাজ্জাত হোসেন নামে এক ক্রেতা পরিবর্তন ডটকমকে বলেন, দুই একদিন পরেই সংযমের মাস শুরু হবে। কিন্তু বাজারের বিক্রেতারা বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, ছুটির দিন হওয়ায় রমজানের বাজার করতে এসেছি। কিন্তু প্রতি কেজি বেগুন, টমেটো ৮০ থেকে ৯০ টাকায় হাকাচ্ছে ক্রেতারা। কিন্তু গত সপ্তাহেও ৩০ থেকে ৪০ টাকায় ছিল।
সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, গরম বাড়ায় বাজারে কাঁচামালের সরবরাহ সামান্য কম। এছাড়া রমজানে সময় বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ