১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

মাহির ‘অন্ধকার জগৎ’

বিনোদন ডেস্ক:

ভিন্ন ভিন্ন চরিত্রে বরাবরই বড় পর্দায় হাজির হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি মাসে নতুন ছবির শুটিং শুরু করেছেন তিনি। তার নতুন এ ছবির নাম ‘অন্ধকার জগৎ’। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন ডি এ তায়েব। কমল সরকারের লেখা কাহিনীতে ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। জনপ্রিয় এই নির্মাতা ছবিটি প্রসঙ্গে মানবজমিনকে বলেন, ছবির গল্পে নানান রহস্য থাকবে।

গত ১৮ তারিখ থেকে এ ছবির কাজ শুরু করেছি। মাহি ও ডিএ তায়েবকে অন্যরূপে দর্শক বড় পর্দায় দেখতে পাবেন। মাহি বলেন, এ ছবিতে আমি একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করছি। গোয়েন্দা হওয়ার কারণে একেক সময় একেক রূপ ধারণ করতে হয় আমাকে। অপরাধীদের ধরতেই এমন বহুরূপী চরিত্র আমার। বর্তমানে কেরানীগঞ্জে শুটিং চলছে। এরপর পুবাইলের জান্নাতে এ ছবির বাকি কাজ করব। টানা কয়েকদিন এ ছবির দৃশ্যায়নের কাজ চলবে। এদিকে ডি এ তায়েবকে দর্শক এবার শীর্ষ সন্ত্রাসীর চরিত্রে দেখতে পাবেন। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন  মিশা সওদাগর, আলেকজান্ডার বো, আনোয়ারা প্রমুখ। এদিকে মাহি অভিনীত বেশকিছু ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’, মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, জয়দ্বীপ মুখার্জির ‘তুই শুধু আমার’, একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’, ‘আনন্দ অশ্রু’সহ বেশকিছু ছবি। দর্শক এরই মধ্যে ‘ভালোবাসার রঙ’, ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘ভালোবাসা আজকাল’, ‘দেশা : দ্য লিডার’, ‘হানিমুন’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘অনেক সাধের ময়না’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশকিছু ছবিতে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন মাহিকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ