১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

হলুদবনি নিয়ে তিশার কলকাতা মিশন

বিনোদন ডেস্ক:

টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন তিনি। এখন শুটিং করছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হলুদবনি’ ছবির। এতে তিশার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা পরমব্রত।

আরও আছেন পাওলি দাম। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। এতে তিশাকে অণু, পরমব্রতকে পলাশ এবং পাওলিকে কস্তুরি চরিত্রে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করছেন সোমা রায় ও সৌমিত্র। কলকাতা থেকে যাত্রা শুরু করলেও কিছুদিন আগে শুটিং শুরু হয়েছে বাংলাদেশে। প্রায় পঞ্চাশ ভাগ শুটিং শেষ। চলতি মাস শেষ হওয়ার আগেই ছবিটির বাংলাদেশ অংশের শুটিংও শেষ হবে বলে জানান পরিচালক।

এরপর শুরু হবে কলকাতা অংশের শুটিং। সেখানেও তিশা অংশ নেবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটির বাংলাদেশ অংশের শুটিং শেষ। এরপর কলকাতায় শুরু হবে। গল্পের কারণেই সেখানেও যেতে হবে আমাকে।’ সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ নামক উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার টেলিসিনে এন্টারটেইনমেন্ট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ