১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ : আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফল থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্লােগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতেই সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ১১টায় বাউফল থানা ভবনের অভ্যন্তরে বাউফলের স্থানীয় সংসদ সদস্য ও চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের কর্মী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১২:৩৬ অপরাহ্ণ