১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

বিয়ে করলেন অঙ্কিত তিওয়ারি

বিনোদন ডেস্ক :

বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার অঙ্কিত তিওয়ারি। শুক্রবার ভারতের কানপুরে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পাত্রী পল্লবী শুক্লা পেশায় প্রকৌশলী। বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যরা।

ট্রেনে পল্লবীকে দেখে পছন্দ করেন অঙ্কিতের দাদি। তারপর অঙ্কিত-পল্লবীর মধ্যে ভালো লাগা তৈরি হয়। শুক্রবার সেটি চূড়ান্ত পরিণতি পায়। এ প্রসঙ্গে অঙ্কিত বলেন, ‘পারিবারিকভাবে বিয়ে হোক বা অন্যভাবে এটা কোনো বিষয় ছিল না। আমাদের সুখে থাকাটাই সবার চিন্তার বিষয় ছিল। সৌভাগ্যক্রমে দাদিমার সঙ্গে পল্লবীর দেখা হয়। তারপর পল্লবী যখন আমার পরিবারের সঙ্গে দেখা করল তখনই সবাই বুঝতে পারে, সে আমাদের পছন্দের একজন। আমি সবসময়ই পারিবারিকভাবে বিয়েতে সম্মত ছিলাম।’

তিনি আরো বলেন, ‘পল্লবীর সরলতা এবং সে আমার পরিবারের সঙ্গে যেভাবে মিশেছে বিষয়টি আমাকে তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। তারপর থেকেই আমার মধ্যে সম্পর্ক তৈরি হয়। আমরা দুজনই পরিবারকেন্দ্রীক এবং চিন্তা চেতনা খুবই সাধারণ, যা আমাদের পরস্পরের প্রতি আকৃষ্ট করেছে। আর সংগীতের প্রতি তার ভালোবাসা এতে বাড়তি মাত্রা যোগ করেছে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ