১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যমুনা টিভির ৩ সংবাদকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার ভোরে চকরিয়ার হারবাং মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপারসন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ। আহতদের মধ্যে নাসির উল আলমের অবস্থা আশংকাজনক।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি যমুনা টেলিভিশনের কারের সাথে বিপরীত দিক থেকে আসা তেলের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী আহত হন।

আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নাসিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যমুনা টেলিভিশনের কক্সবাজারের স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের নেতৃত্বে একটি টিম কক্সবাজারের কুতুপালংয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ