১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

মিম-জিৎ রসায়ন

বিনোদন ডেস্ক:

দেশের শতাধিক সিনেমা হলে এখনও সদর্পে চলছে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের ‘আমি নেতা হবো’ ছবিটি। যেখানে তার নায়ক বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। এরই মধ্য শুরু হয়ে গেছে তার নতুন প্রজেক্ট ‘সুলতান’ এর শুটিং। এই ছবিতে মিমের বিপরীতে রয়েছেন কলকাতার সুপারস্টার নায়ক জিৎ। ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে কলকাতায় ‘সুলতান’ ছবির প্রথম ধাপের শুটিং শুরু হয়েছে। টানা শুটিং চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর মার্চ থেকে থাইল্যান্ড ও বাংলাদেশে শুরু হবে ছবির দ্বিতীয় ধাপের শুটিং।

নায়ক জিৎ যে মীমের পছন্দের একজন অভিনেতা সেকথা আগেই জানিয়েছিলেন নায়িকা। ক্যারিয়ারে এই প্রথম জুটি বেঁধে কাজ করছেন তারা। যদিও এর আগে একবার জিতের বিপরীতে অভিনয় করার সুযোগ এসেছিল মিমের কাছে। কিন্তু সে সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এর আগেও জিতের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল। তবে ওই সময় আমার আরেকটি ছবির শুটিং থাকার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে এবার একসঙ্গে কাজ করছি। খুব আনন্দ লাগছে। আশা করছি, ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা দেবে।’

‘সুলতান’ নির্মিত হচ্ছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনায়। ছবির পরিচালকও দুজন। একজন হচ্ছেন ভারতের রাজা চন্দ, অন্যজন বাংলাদেশের আবদুল আজিজ। ছবিতে পরিচালক-প্রযোজক দুই ভূমিকাতেই জাজের এই কর্ণধার। কলকাতার সুপারস্টার জিৎ এর আগে একাধিক ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে। সেই হিসেবে মিম তার দ্বিতীয় বাংলাদেশি নায়িকা। অন্যদিকে, মিম এর আগে কাজ করেছেন কলকাতার আরেক সুপারস্টার নায়ক সোহমের সঙ্গে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল মিম-সোহম জুটির যৌথ প্রযোজনার ছবি ‘ব্লাক’।

সে ছবিতে পর্দায় নতুন এ জুটির রসায়ন বেশ ভালোই উপভোগ করেছিল দর্শক। যদিও আয়ের দিক থেকে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। কাজেই, এবার ‘সুলতান’ দিয়ে সেটা পুষিয়ে নিতে চাইবেন মিম। সঙ্গে যেহেতু জিতের মতো সুপারস্টার, তাই নতুন এ প্রজেক্ট নিয়ে যেকোনো বাজি ধরতেই পারেন নায়িকা। বাকিটা সময়ের অপেক্ষা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ