১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩
EAST RUTHERFORD, NJ - JULY 22: Neymar #11 of Barcelona reacts to a missed shot in the first half against Juventus during the International Champions Cup 2017 on July 22, 2017 at MetLife Stadium in East Rutherford, New Jersey. (Photo by Elsa/Getty Images)

নেইমারের অভিযোগ খারিজ

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি পিএসজি। লস ব্লাঙ্কোজদের কাছে ৩-১ গোলে হেরে যায় উনাই এমেরির দল। আগামী ৬ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে রিয়ালকে হারিয়ে বদলা নিতে মরিয়া নেইমার-কাভানিরা। তাদের উদ্বুদ্ধ করতে অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন পিএসজি সমর্থকরা। এ উৎসাহ তাদের কতটা উজ্জীবিত করছে, তা সময়ই বলে দেবে। তবে জিনেদিন জিদানের শিষ্যদের বিপক্ষে বাঁচামরার ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে নেই প্যারিসের প্রিন্স নেইমার।

গত বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে প্রস্থান করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর পর তিনি অভিযোগ করেন, তার পাওনা ২৩ মিলিয়ন পাউন্ড বোনাস দেয়নি বার্সা। এটি চাই-ই চাই। এ পরিপ্রেক্ষিতে স্প্যানিশ ক্লাবটির ভাষ্য ছিল, চুক্তি ভঙ্গ করার জন্যই নেইমারের বাবাকে বোনাস দেয়া হবে না।

কাতালানদের তরফে জোসেপ ভিভিস বলেন, আইনানুযায়ী-বোনাস হওয়ার এক মাস আগে কোনো ফুটবলার ক্লাব ছাড়ার কথা জানাতে পারেন না। নেইমার সেটিই করেছেন। তাই বোনাস দেয়া হবে না। এর পর বকেয়া আদায়ে ফিফার দ্বারস্থ হন নেইমার। অভিযোগ দাখিল করেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থায়। শেষমেষ তা খারিজ করে দিল তারা। ফিফার এক মুখপাত্র বলছেন, নেইমারের অভিযোগের ভিত্তিতে বার্সেলোনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তবে তা বন্ধ করে দেয়া হচ্ছে। সব দিক খতিয়ে দেখার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাবটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। কারণ, এরইমধ্যে বিষয়টি আদালতে বিচারাধীন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১১:৫৮ পূর্বাহ্ণ