১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে আর্চারের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক টি-টুয়েন্টি লিগগুলোতে জফরা আর্চার একটি পরিচিত নাম। এই ২২ বছর বয়সী পেসার বিপিএল, বিগ ব্যাশ সহ বিভিন্ন বৈশ্বিক লিগে খেলে সবার নজর কেড়েছেন।  বার্বাডোজে জন্ম নেয়ায় স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা আর্চারের। তবে ক্যারিবিয় ক্রিকেটের উপর মন উঠে যাওয়া আর্চার আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য অপেক্ষা করে আছেন।

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলা আর্চারের ফার্স্ট ক্লাস, লিস্ট-এ ও টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক ২০১৬ সালে। মূলত বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে তার পারফরম্যান্সই নজর কেড়েছে সবার। এছাড়া কাউন্টিতে গত মৌসুমে ৬১ উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। আর এবার প্রথম বারের মত আইপিএলেও খেলবেন আর্চার। তাকে ৭ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

এত প্রতিভা নিয়ে সহজেই ক্যারিবিয়দের হয়ে খেলতে পারতেন আর্চার। ব্রিটিশ বাবার সন্তান এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সাথে রাগ করেই নিয়েছেন ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত, ‘আমি ওয়েস্ট ইন্ডিজে ওপর রাগান্বিত ছিলাম। এটাই আমাকে ইংল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।’

তবে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়ম অনুযায়ী, দলের হয়ে খেলতে হলে অন্তত ৭ বছর ইংল্যান্ডে বসবাস করতে হবে। আর সেজন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতেও রাজী আর্চার, ‘সময় না আসা পর্যন্ত আমি টি-টুয়েন্টি প্রতিযোগিতাগুলো ও কাউন্টি ক্রিকেট খেলতে পারি।’

২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ না পেয়ে ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আর্চার, ‘আমি দলে জায়গা পাইনি। তাই পরবর্তীতে কি করব তা নিয়ে ভাবতে হয়েছে আমার। ইংল্যান্ড আসার সিদ্ধান্তটি সহজ ছিল।’ সূত্র : স্পোর্টস্টার লাইভ।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ