১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

বিবেকের কাছে প্রশ্ন

বিনোদন ডেস্ক:

বাংলা ভাষা প্রতিষ্ঠা ও স্বাধীন বাংলাদেশ— দুটোই আমাদের গর্বিত করে। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। তিলে তিলে রক্ত-ঘামে গড়ে ওঠা বাংলাদেশের অর্জন কম নয়। কিন্তু সঙ্কটও পিছু ছাড়ছে না। এমনই এক সঙ্কটের নাম সাংস্কৃতিক আগ্রাসন। এরই প্রতিবাদে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিবেকের কাছে প্রশ্ন’।
চিত্রনায়ক শিপন মিত্র ও ‘মিস বাংলাদেশ’-এর আলোচিত প্রতিযোগী ও মডেল হিমি প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সিনেমাটিতে। তাদের সঙ্গে আরো আছেন পাভেল জামান, সোহান ফেরদৌস প্রমুখ। সোমেশ্বর অলির কনসেপ্ট ও চিত্রনাট্যে আল-আমিন ও রাসেল আজমের পরিচালনায় ‘বিবেকের কাছে প্রশ্ন’ প্রযোজনা করেছে বাংলাঢোল। এরই মধ্যে দর্শকের নজর কেড়েছে ট্রেইলারটি।
শিপন বলেন, ‘দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার বিশ্বাস সিনেমাটির কনসেপ্ট ও নির্মাণশৈলী সবার পছন্দ হবে। এ সময়ের রূঢ় বাস্তবতার চিত্র তুলে ধরতে গিয়ে শুটিংয়ের সময় বারবার শিওরে ওঠেছি, প্রশ্ন জেগেছে এই কী আমার বাংলা? এই কী আমার তারুণ্য? ’হিমি বলেন, ‘নিয়মিতই কাজ করছি। এ ধরণের কাজ খুব একটা পাওয়া যায় না। কয়েক মিনিটের একটা সিনেমার জন্য আমরা কয়েকদিন খেটেছি। এটা একটা দারুণ টিমওয়ার্ক। সিনেমাটি দর্শকের চিন্তার রাজ্যে একটু হলেও নাড়া দেবে।’
খুব শিগগির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি উন্মুক্ত করা হবে। এই তালিকায় আছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিস্ক্রিন। পাশাপাশি এটি উপভোগ করা যাবে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১১:৩৮ পূর্বাহ্ণ