স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের পেসার জুনাইদ খান। পিএসএলের তৃতীয় আসরে শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতানসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন জুনাইদ।
এর আগে ২০১৬ সালে পিএসএলের প্রথম আসরে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। মজার বিষয়, সেবারও প্রতিপক্ষ দলটা ছিল লাহোর কালান্দার্স! ১৭তম ওভারের তৃতীয় বলে ইয়াসির শাহকে ফিরিয়ে জুনাইদের হ্যাটট্রিক-যাত্রা শুরু। ডানহাতি পেসারের বাউন্সার পুল করতে গিয়ে টপ-এজ হয়ে বল আকাশে তোলেন ইয়াসির। সহজ ক্যাচ নেন উইকেটকিপার কুমার সাঙ্গাকারা।
জুনাইদ পরের বলটা দিয়েছিলেন ফুলটস। মিড উইকেটে আহমেদ শেহজাদকে ক্যাচ দিয়ে জুনাইদকে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করে দেন ক্যামেরন ডেলপোর্ট। হ্যাটট্রিক বলের মুখোমুখি হন রাজা হাসান। শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে শোয়েব মালিককে ক্যাচ দিয়ে জুনাইদকে হ্যাটট্রিক উপহার দেন রাজা। জুনাইদ ও ইমরান তাহিরের দারুণ বোলিংয়ে মাত্র ৪ রানে ৭ উইকেট হারায় লাহোর। ১৮০ রান রান তাড়া করতে নেমে লাহোরের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। মুলতান ম্যাচ জিতেছে ৪৩ রানে।
দৈনিকদেশজনতা/ আই সি