১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

অণিমার অ্যালবামে তিন কবির গান

বিনোদন ডেস্ক:

রবীন্দ্রসংগীতের জনপ্রিয় শিল্পী অণিমা রায় এবার হাজির হচ্ছেন ভিন্ন এক আয়োজন নিয়ে। অতুল প্রসাদ, রজনীকান্ত ও ডি এল রায়ের গান নিয়ে সাজিয়েছেন নতুন একক অ্যালবাম। ‘বিবর্তন’ শিরোনামের অ্যালবামটিতে প্রত্যেক কবির তিনটি করে গান থাকছে। ইতোমধ্যে রেকর্ডিং শেষ হয়েছে। অ্যালবামটি প্রকাশ হবে ইমপ্রেস অভিও ভিশনের ব্যানারে। কাভার ডিজাইন করছেন সব্যসাচী।

অ্যালবাম ছাড়াও সম্প্রতি কলকাতার সিনেমা ‘রি-ইউনিয়ন’ এর সঙ্গে যুক্ত হয়েছেন অণিমা। মুরারী রক্ষিত পরিচালিত সিনেমাটিতে তার কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনা যাবে। গানের পাশাপাশি অণিমা রায় বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত। তার একক অ্যালবামের মধ্যে রয়েছে কোথা যাও, আমি চিত্রাঙ্গদা, ইচ্ছামতি, রবির আলো, তোমারও বিরহে ও প্রাণের মাঝে আয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১১:২১ পূর্বাহ্ণ