১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

সিরিজ নির্ধারণী ম্যাচে রেকর্ডে কোহলি

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা জয়ের স্বপ্ন নিয়ে দেশটিতে এসেছিল ভারত। জানুয়ারিতে শুরু হওয়া টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নাকানিচুবানি খাইয়েই জিতেছে সফরকারীরা। জয়ের ধারা অব্যাহত রেখে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে ভারত। ফলে স্বাগতিকরা ফিরে এসেছে সিরিজে। সফরে প্রথমবারের মত কোন সিরিজ নির্ধারিত হচ্ছে শেষ ম্যাচে। আর ভারত অধিনায়ক বিরাট কোহলি ক্যারিয়ারের ২ হাজার টি-টুয়েন্টি রান থেকে মাত্র ১৭ রান দূরে আছেন। এমন ম্যাচে কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দলদু’টি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দুই হাজার রান পূর্ণ করেছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান- মার্টিন গাপটিল (২২৭১ রান) ও ব্রেনডন ম্যাককালাম (২১৪০ রান)। তারা দুজনেই যথাক্রমে আছেন এই ফরম্যাটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার শীর্ষ দুইয়ে। ১৯৮৩ রান নিয়ে এদের পরেই আছেন কোহলি। মাত্র ১৭ রান হলেই প্রথম ভারতীয় ও তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক স্পর্শ করবেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

তবে ওয়ানডে সিরিজের মত টি-টুয়েন্টিতেও ব্যাট হাসেনি তার। যেখানে ৬ ওয়ানডেতে তিন সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছেন এই ডানহাতি, সেখানে দুই টি-টুয়েন্টিতে তার রান যথাক্রমে ২৬ ও ১। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। সুতরাং সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি যে উত্তেজনাপূর্ণ হবে তা ধারণা করা যায়।

আরেকটি রেকর্ডও আছে কোহলির সামনে। তিনি এই সিরিজে মোট ৮৭১ রান (টেস্টে ২৮৬, ওয়ানডেতে ৫৫৮ ও টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত ২৭) করেছেন। এই ম্যাচে আর ১২৯ রান করতে পারলে স্যার ভিভিয়ান রিচার্ডসের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোন সফরে এক হাজার রান পূর্ণ হবে তার। তবে রেকর্ড হোক আর না হোক, সিরিজ জিতলেই বোধহয় বেশি আনন্দিত হবেন কোহলি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ