১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

লাস্যময়ী ক্যাথরিন

বিনোদন ডেস্ক :

ভারতীয় মডেল-অভিনেত্রী ক্যাথরিন ত্রেসা। শোবিজ অঙ্গনে পা রাখেন মডেলিংয়ের মাধ্যমে। তবে দক্ষিণী সিনেমায় অভিনয় করেই পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি। পাশাপাশি পিয়ানো, নাচ, গান ও আইস স্কেটিংয়েও প্রশিক্ষণ নেন।

২০১২ সালে ‘গডফাদার’ সিনেমায় অভিনয় করেন ক্যাথরিন। কন্নড় ভাষার এ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। শুধু তাই নয়, তার অভিনীত পঞ্চম এ সিনেমাটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হন। পরবর্তী সময়ে অভিনয়ের মাধ্যমে বেশ কিছু পুরস্কার ঘরে তোলেন ক্যাথরিন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ