১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

অপেক্ষার অবসান হচ্ছে বেন স্টোকসের

স্পোর্টস ডেস্ক:

পাঁচ মাস ধরে ইংল্যান্ডের জাতীয় দলের বাইরে অল রাউন্ডার বেন স্টোকস। গেল সেপ্টেম্বরে ব্রিস্টলে মারামারির ঘটনার পর দলটির বিভিন্ন সিরিজের স্কোয়াডে থাকা সত্ত্বেও শেষে বাদ পড়ে গেছেন এই প্রতিভাবান খেলোয়াড়। গত ১৩ ফেব্রুয়ারি ব্রিস্টল ঘটনার শুনানিতে কোর্ট তাকে নির্দোষ ঘোষণা করায় এবার নিশ্চিন্তে যোগ দিয়েছেন স্কোয়াডে। সব ঠিক থাকলে রোববার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন স্টোকস।

ব্রিস্টলের ঘটনার পরই অ্যাশেজ দল থেকে বাদ পড়েন ইংলিশদের টেস্ট স্কোয়াডের সহ-অধিনায়ক স্টোকস। এরপর আইনি জটিলতার কারণে পরবর্তীতে দলের ওয়ানডে ও টি-উয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েও খেলতে পারেননি এই ২৬ বছর বয়সী। মাঝে অবশ্য নিউজিল্যান্ডের ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন। আর দলে আসার পর নেটে-অনুশীলনে ফর্মের ইঙ্গিত দিচ্ছেন বলেই জানিয়েছেন ইংলিশ সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান, ‘ও দারুণ টাচে আছে। স্কোয়াডে আসার পর থেকেই ও অনুশীলনে নেমে পড়েছে। নিজেকে খুঁজে পেয়েছে ও। এবং এটা দেখতেও ভাল লাগে।’

মাঝের এই সময়টায় প্রচুর আইনি হ্যাপা পোহাতে হয়েছে স্টোকসকে। কিন্তু এখন তিনি এসব ঝেরেই ফেলেছেন। মরগানের মতে এটাই একজন পেশাদার খেলোয়াড়ের গুণ, ‘আমার মনে হয় কাজের বেলায় এটাই কোন পেশাদার খেলোয়াড়ের দক্ষতা। বিষয়টা হাপ ছেড়ে বাঁচার মত (স্টোকসের নির্দোষ প্রমাণিত হওয়া) কারণ আপনাকে আশেপাশের অনেক বিষয় ছেড়ে একটা ব্যাপারেই মনোযোগ দিতে হবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১০:৪৯ পূর্বাহ্ণ