বিনোদন ডেস্ক:
কানাডার ৭টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’, যার ইংরেজি টাইটেল ‘নো বেড অফ রোজেস’। পরিবেশকের দায়িত্বে রয়েছে আর এস মেডকম গ্রুপ।
জানা যায়, টরেন্টো, ক্যালগারি, এডমন্টন, এস্কাটন, রেজিনা, ভ্যাঙ্কুভার ও উইনিপ্যাগ শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘ডু্ব’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ডুব’। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে আছেন বলিউডের ইরফান খান। আরো অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্ণো মিত্রসহ অনেকে।
২০১৭ সালে ২৭ অক্টোবর বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় একযোগে মুক্তি পায় ‘ডুব’। বেশ আলোচনা-সমালোচনার মাঝে মুক্তি পেলেও সিনেমাটি বক্স অফিস কাঁপাতে পারেনি। বছর দেড়েক আগে সংবাদমাধ্যম মারফত জানা যায়, হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডুব’। এরপর সিনেমাটি নিয়ে আপত্তি জানান প্রয়াত লেখক ও নির্মাতার স্ত্রী মেহের আফরোজ শাওন। এরপর কাটছাট শেষে সিনেমাটি মুক্তির অনুমতি পায়।
দৈনিকদেশজনতা/ আই সি