১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

রাখাইনে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

মায়ানমারের রাখাইনে ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে রাখাইনের সিটওয়ে শহরের পৃথক স্থানে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
মায়ানমার পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কেউ মারা যায়নি। আরেকজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ৩টি বোমা বিস্ফোরিত হয়েছে এবং আরও ৩টি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তার অবস্থা খুব আশঙ্কাজনক নয়। ৩টি বোমার মধ্যে সরকারি একজন সচিবের বাড়ির কম্পাউন্ডে একটির বিস্ফোরণ হয় এবং অপর দুইটি একটি অফিস ও সমুদ্র সৈকতে বিস্ফোরিত হয়।
এএফপি জানিয়েছে, এই বোমা বিস্ফোরণ রাখাইনে সর্বশেষ সহিংসতা। এ ঘটনা দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোসহ অন্যান্য অংশে সৃষ্ট জাতিগত উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১০:০৪ পূর্বাহ্ণ