১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

আজ চাঁদ দেখা কমিটির সভা বসবে

নিজস্ব প্রতিবেদক :

আজ শুক্রবার মাহে রমজানের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৪৩৮ হিজরীর রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সন্ধ্যা ৭.১৫টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোন উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

অন্যদিকে, বাংলাদেশ এ্যাসট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা ৪৪ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৭ ডিগ্রী ওপরে অবস্থান করবে। ৩৫ মিনিট অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে অস্ত যাবে। এদিন চাঁদের ১% অংশ আলোকিত থাকবে বিধায় বাংলাদেশ থেকে কোথাও দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

এটি আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২০ ডিগ্রী ওপরে অবস্থান করবে। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে রাত ৮টা ১৯ মিনিটে অস্ত যাবে। এ সময় চাঁদের ৪% অংশ আলোকিত থাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে স্পষ্টভাবে দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৪০ ঘণ্টা ৫৫ মিনিট। সবচেয়ে ভালভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে। সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামীকাল ২৭ মে সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে রবিবার থেকে আরবী ১৪৩৮ হিজরীর রমজান মাসের গণনা শুরু হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৭ ১১:২৯ পূর্বাহ্ণ